চলতি বছরের শীতে ইউক্রেনের বিদ্যুৎ খাতে ফের রাশিয়া হামলা চালাবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ জন্য ইউক্রেনীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন জেলেনস্কি।
আল জাজিরার খবরে বলা হয়, শরৎ ও শীতে ইউক্রেনের জ্বালানি খাতের ওপর ফের হামলার চেষ্টা করবে রাশিয়া এমন সতর্কতা নিরাপত্তা ও আঞ্চলিক কর্মকর্তাদের দিয়েছে কিয়েভ সরকার।
গত শীতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার প্রায় ৪০ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছিল। এতে ইউক্রেনীয় শহরগুলো অন্ধকারের পাশাপাশি প্রচন্ড ঠান্ডায় নিমজ্জিত হয়েছিল।