হাসপাতালে ভেন্টিলেশনে বুদ্ধদেব ভট্টাচার্য

প্রথম আলো প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ২১:০৩

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও সংকট এখনো কাটেনি। তাঁর ফুসফুস ও শ্বাসনালিতে সংক্রমণ রয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।


শ্বাসকষ্টে আক্রান্ত হলে গতকাল শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।


গতকাল রাতে তাঁর বুকের এক্স–রে করা হয়। তবে রিপোর্ট ভালো আসেনি। খেতে পারছিলেন না। আজকে তাঁকে নল দিয়ে খাওয়ানো হয়। তাঁকে দেওয়া হচ্ছে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক।


বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আজ রোববার সকালে হাসপাতালে যান সিপিএম নেতা বিমান বসু, সূর্যাকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীসহ দলটির অন্য নেতারা। হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার পর বিমান বসু সাংবাদিকদের বলেন, ‘বিপদ এখনো কাটেনি। তবে বর্তমানে কিছুটা সাড়া দিচ্ছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us