আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের বাইরে বিকল্প মুদ্রা ব্যবহারের পক্ষে লাতিন আমেরিকার অনেক দেশই বেশ কিছু দিন ধরে সরব। তাতে এখন যোগ দিয়েছে বলিভিয়া। দেশটির কর্মকর্তারা বলছেন, বলিভিয়ার সরকার বিদেশের সঙ্গে লেনদেনে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে দৃঢ়প্রতিজ্ঞ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ডলারের বিকল্প হিসেবে আন্দিজ পর্বতমালা অঞ্চলের দেশটির সরকারের সবচেয়ে পছন্দের মুদ্রা চীনের ইউয়ান।
রাজধানী লা পাজে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলিভিয়ার অর্থনীতিবিষয়ক মন্ত্রী মার্সেলো মন্টেনেগ্রো বলেন, ‘বলিভিয়া আন্তর্জাতিক বাণিজ্যে এমন একটি ধারা অনুসরণ করছে, যেখানে লেনদেনের ক্ষেত্রে আরও বেশি করে ইউয়ানের ব্যবহার হচ্ছে।’