You have reached your daily news limit

Please log in to continue


টয়োটার ইঞ্জিনে তৈরি গাড়ি চলবে চাঁদে

ভাবুন তো, আপনি যে গাড়ি চালাচ্ছেন, সেই একই ইঞ্জিন দিয়ে তৈরি গাড়ি চলছে চাঁদে। ভাবতে অবাক লাগলেও পৃথিবীতে চলা গাড়ির ইঞ্জিন দিয়েই চাঁদে চলাচলের উপযোগী রোভার গাড়ি তৈরির পরিকল্পনা করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর। এ জন্য পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিনির্ভর (আরএফসি) বিশেষ ধরনের ব্যাটারি প্রযুক্তি কাজে লাগিয়ে লুনার রোভার তৈরি করছে প্রতিষ্ঠানটি।

চাঁদের পরিবেশ কিন্তু পৃথিবীর মতো নয়। চাঁদের অভিকর্ষ পৃথিবীর ৬ ভাগের ১ ভাগ। আবার কোনো কোনো স্থানের তাপমাত্রা ১৭০ থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত টয়োটা তার ৮৫ বছরের গাড়ি নির্মাণের কৌশল ও গবেষণার সর্বোচ্চ প্রচেষ্টায় তৈরি করছে এই রোভার গাড়ি। জাপান কয়েক বছর ধরে মহাকাশ গবেষণায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস কর্মসূচিতে অংশ নিচ্ছে সক্রিয়ভাবে। এই কর্মসূচির মাধ্যমে এই দশকেই চাঁদে গেটওয়ে নামের লুনার স্পেস স্টেশনে মানুষ পাঠানো হবে। টয়োটার প্রকৌশলী শিনিচিরো নোডা বলেন, ‘পৃথিবীর সব জায়গায় টয়োটার গাড়ি দেখা গেলেও এমন জায়গায় এখন আমরা গাড়ি পাঠাচ্ছি, যেখানে আমাদের গাড়ি আগে যায়নি। আমরা এই কর্মসূচি নিয়ে ভীষণ রোমাঞ্চিত। আমাদের গাড় চাঁদে চলবে, এটাই আমাদের লক্ষ্য।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন