ইসলামী মূল্যবোধ তথা ধর্ম বিরোধী কোনো বিষয় পাঠ্যবইয়ে সংযোজন করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (৩০ জুলাই) সকালে নগরের চশমা হিলের বাসভবনে শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের একটি প্রতিনিধি দল সাক্ষাতে গেলে তিনি এ মন্তব্য করেন।
এই সময় ইসলামিক ফ্রন্টের নেতারা রাজনৈতিক বিবিধ আলোচনার মধ্যে বিশেষত পাঠ্য বইয়ে ইসলাম ধর্ম ও কোরআন-সুন্নাহর বিরোধী যাতে কিছু না থাকে এবং ইসলামী মনীষীদের জীবনী সংযোজন, বিভিন্ন ধর্মীয় গল্প- উপন্যাস বাদ দেয়ার বিষয়ে শিক্ষা উপমন্ত্রীর কাছে জোর দাবি জানান।
বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে কোরআন-সুন্নাহর আদর্শের সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস প্রনয়নের উপরও গুরুত্বারোপ করেন।