ভারতের পর চাল রপ্তানি স্থগিত করল আরব আমিরাত

ডেইলি স্টার প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১৭:৪৯

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ৪ মাসের জন্য চাল রপ্তানি ও পুনঃরপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে।


ভারত চাল রপ্তানি নিষিদ্ধ করার কিছু দিন পর এমন সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত।


খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


সংযুক্ত আরব আমিরাতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চাল রপ্তানি ও পুনঃরপ্তানি সাময়িকভাবে স্থগিত করা হলো। স্থানীয় বাজারে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করতে ২০২৩ সালের মিনিস্ট্রিয়াল রেজোলিউশন-১২০ অনুযায়ী এই স্থগিতাদেশ ৪ মাসের জন্য বহাল থাকবে।


এই স্থগিতাদেশ সমন্বিত শুল্কের (১০০৬) আওতাধীন সব ধরনের চালের জাতের ক্ষেত্রে প্রযোজ্য হবে।


আরব আমিরাতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির আল মায়া গ্রুপ। কোম্পানিটির গ্রুপ ডিরেক্টর ও পার্টনার কামাল ভাচানি খালিজ টাইমসকে বলেন, এতে স্থানীয় বাজারে চালের দাম কমবে এবং চালের সরবরাহ বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us