সপ্তমবারের মতো মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পর্দা নামলো দেশের একমাত্র ও সবচেয়ে জনপ্রিয় ইনডোর টুর্নামেন্ট ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট পাওয়ার্ড বাই ইয়ামাহা। আয়োজনে দ্য থ্রি-ক্রিকস।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের তত্ত্বাবধায়নে ৩২টি ইউনিভার্সিটির জমজমাট ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ বিশ্ববিদ্যালয়কে প্রাইস মানি স্বরূপ পাঁচ লাখ টাকা ও রানারআপ দল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়কে দুই লাখ টাকা দেওয়া হয়। ম্যান অব দ্য টুর্নামেন্ট নাজমুল হোসেন শান্তকে আকিজ বাইসাইকেলের পক্ষ থেকে এক লাখ টাকা প্রাইস মানি দেওয়া হয়।
এছাড়া গ্যালারিতে থাকা দর্শকরা লটারির মাধ্যমে জিতে নিয়েছে হেলিকপ্টার রাইট। গ্যালারিতে বসে ক্যাচ ধরে পেয়েছে ৫০০ টাকা ও ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি গিফট হ্যাম্পার।