সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে দুই সপ্তাহ যুক্তরাষ্ট্র ঘুরে সম্প্রতি বাংলাদেশে এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২ জুলাই থেকে সেখানে ছিলেন শাকিব খান। যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় শাকিব খানের সঙ্গে দেখা গেছে অপুকে। সন্তানের কারণে তাঁরা একসঙ্গে ঘোরাঘুরি করেছেন। সন্তানকে নিয়ে ঘোরাঘুরির ব্যাপারটি শাকিব–অপুর ভক্ত–শুভাকাঙ্ক্ষিরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এদিকে শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও বেশ কিছুদিন ধরে শাকিব এবং তাঁর পরিবারের অন্য সদস্যদের নিয়ে ইতিবাচক কথা বলে আসছেন। ভক্তরা বলছেন, হঠাৎ অপুর আচরণ এমন বদলে যাওয়ার কারণ কী?
বিষয়টি নিয়ে কথা বলেন অপু বিশ্বাস নিজেই। এ বিষয়ে প্রথম আলোর কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। অপুর কাছে সরাসরি প্রশ্ন ছিল, ‘ইদানীং আপনি যেভাবে শাকিব খানকে নিয়ে ইতিবাচক কথা বলছেন, কিছুদিন আগে এভাবে বলতেন না। এই আপনিই কিছুদিন আগেও শাকিব খান এবং তাঁর পরিবার নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা বলেছেন...।’
প্রশ্নটা শেষ হওয়ার আগে জবাব দেন অপু বিশ্বাস । বললেন, ‘প্রথমেই বলব, আমার সঙ্গে শাকিবের দূরত্বটা মোটেও কাম্য ছিল না। এ জন্য শাকিবকে দায়ীও করব না। ওই সময়টায় আমি অপ্রস্তুত ছিলাম। ওই ধরনের অপ্রস্তুত পরিস্থিতিতে যেকোনো কিছু মোকাবিলা করা আমার জন্য অনেক টাফ হয়ে গিয়েছিল। তাই আমি অনেক কিছুই বুঝে ওঠতেও পারিনি। অনেক উল্টাপাল্টা কথা বলেছি। পরে আমাকে যে পরে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কখনোই ভাবিনি। তাই হয়তো ঘরের কথা পরের মতো করে বলে ফেলেছি। একটা সময় পর এসব ভাবতে ভাবতে নিজের প্রতি নিজে অনেক কষ্ট পেয়েছি। লজ্জিতও হয়েছি। তখন আমি আমার শ্বশুর-শাশুড়িকে নিয়েও কোনো ভালো উক্তি তখন করিনি।’