এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ছেলে ও মেয়েদের দল ঘোষণা করলেও কিছুটা সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেয়েদের দল চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা। অপেক্ষা কেবল নারী উইং প্রধানের অনুমোদনের। জানা গেছে শক্তিশালী দলই চীনে পাঠাবে বিসিবি।
গুয়াংজুতে এশিয়ান গেমসের ১৯তম আসরে রয়েছে ৪০ ধরণের খেলা। ডিসিপ্লিন মোট ৬১টি। রয়েছে ছেলে ও মেয়েদের টি-টুয়েন্টি ক্রিকেট। ১৯ থেকে ২৬ সেপ্টেম্বর হবে মেয়েদের আসর। এরপর ছেলেদের খেলা।