ফুজি বিশেষ ক্যামেরা এনেছে কনটেন্ট নির্মাতাদের জন্য

দেশ রূপান্তর প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩, ১০:২২

ফুজিফিল্ম এবার কনটেন্ট নির্মাতাদের জন্য বিশেষ ক্যামেরা নিয়ে এসেছে। সোশ্যাল মিডিয়ায় দিন দিন কনটেন্ট নির্মাতাদের সংখ্যা বাড়ছে। মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি এসব প্ল্যাটফরম এখন আয়েরও উৎস। এই ক্যামেরাটি আকারে অনেক ছোট। সহজেই ব্যাগে বহন করা যাবে। এই ক্যামেরার নাম ফুজিফিল্ম এক্স-এস২০। নতুন এ মিররলেস ক্যামেরাটি ওজনে কম হলেও ডিএসএলআরের সব বৈশিষ্ট্যই খুঁজে পাওয়া যাবে।


ক্যামেরাটির সবচেয়ে বিশেষত্ব হলো এর ডিজাইন ও লাইটিং। কনটেন্ট নির্মাতাদের কথা মাথায় রেখে নতুন ক্যামেরায় ভিডিও ফিচার সাজানো হয়েছে। ফুজিফিল্ম কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ক্যামেরা ব্যবহার করে ৬০ এফপিএস-এ ৪ হাজার ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরাটিতে রয়েছে ১৯টি ফিল্ম সিমুলেশন মোড, যা ছবির কোয়ালিটি আরও বাড়াতে পারে। মডেলভেদে ক্যামেরার দাম নির্ভর করবে। ফুজিফিল্ম এক্স-এস২০ ক্যামেরার দাম শুরু হচ্ছে ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা থেকে। এটি শুধু বডির দাম। লেন্সের দাম পড়বে ১ লাখ ২৯ হাজার ৯৯৯ থেকে ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us