You have reached your daily news limit

Please log in to continue


মশা নিধনে হিমশিম, বিটিআই ব্যবহারে ঝুঁকছে চসিক

ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশা মারতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। প্রচলিত ওষুধ প্রয়োগে মশা নিধন হচ্ছে না। এমন পরিস্থিতিতে চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার। এবার মশা নিধনে ‘ব্যাসিলাস থুরিনজেনসিস সেরোটাইপ ইসরায়েলেন্সিস’ (বিটিআই) ট্যাবলেট ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

শিগগিরই এ ট্যাবলেট ব্যবহার শুরু করা হবে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা আবুল হাশেম বলেন, ‘বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শে এবার মশা নিধনে বিটিআই ট্যাবলেট ব্যবহারের দিকে যাচ্ছি। বুধবার (২৬ জুলাই) বিটিআই সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সভা করেছি। প্রাথমিকভাবে পরীক্ষামূলক পাঁচ লাখ টাকার বিটিআই সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এতে সফলতা পাওয়া গেলে সারা বছরই এ ট্যাবলেট ব্যবহার করা হবে।’


চসিক কর্মকর্তারা জানান, বিটিআই এক ধরনের ব্যাকটেরিয়া টেকনোলজি অণুজীব। যা মশার লার্ভা নিধনে খুবই কার্যকারী বলে শুনেছি। পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় ১৯৯৬ সাল থেকে এটি ব্যবহার করে মশা নিধনে সাফল্য পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন