ডলারের সংকট: এবার চীনা ইউয়ানে লেনদেন শুরু করল বলিভিয়া

আজকের পত্রিকা প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ১৮:৪৯

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া এবার ডলারের পরিবর্তে চীনা ইউয়ানে আমদানি ও রপ্তানির মূল্য পরিশোধ শুরু করেছে। এ বছরের মে থেকে জুলাইয়ের মধ্যে বলিভিয়া ২৭৮ মিলিয়ন চীনা ইউয়ান (৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার) আর্থিক ক্রিয়াকলাপ পরিচালনা করেছে, যা বৈদেশিক বাণিজ্যের ১০ শতাংশ বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মার্সেলো মন্টিনিগ্রো।


গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্সেলো মন্টিনিগ্রো বলেন, ‘আমরা ইউয়ান ব্যবহার শুরু করেছি। এটিই বাস্তবতা এবং ভালোই যাচ্ছে শুরুটা। কলা, দস্তা ও কাঠ উৎপাদনকারী রপ্তানিকারকেরা ইউয়ানে লেনদেন পরিচালনা করছে। সেই সঙ্গে যানবাহন এবং মূলধনী পণ্যের আমদানিকারকেরাও।


এই ইলেকট্রনিক লেনদেনগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কো ইউনিয়নের মাধ্যমে সম্পন্ন হচ্ছে জানিয়ে মন্টিনিগ্রো আরও বলেন, ‘ইউয়ানে লেনদেনের পরিমাণ এখনো তুলনামূলকভাবে কম, তবে সময়ের সঙ্গে তা বাড়বে বলে আশা করছি।’


বৈদেশিক বাণিজ্যে ইউয়ান চালুর মাধ্যমে বলিভিয়া দক্ষিণ আমেরিকার অন্য দুটি দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনার সঙ্গে যোগ দিল, যারা আগেই ইউয়ান ব্যবহার শুরু করছে। তিনটি দেশ বামপন্থী বা বামপন্থী সরকার দ্বারা শাসিত। 


ওয়াশিংটনভিত্তিক আমেরিকানবিষয়ক সংলাপে এশিয়া ও ল্যাটিন আমেরিকা প্রোগ্রামের পরিচালক মার্গারেট মায়ার্স বলেছেন, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ইউয়ানের ব্যবহার বাড়ছে। বিশেষ করে যে দেশগুলো চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে চাইছে, তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হতে ডলারনির্ভরতা হ্রাস করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us