‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে’ আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশ চলছে তুমুল বৃষ্টির মধ্যেই।
শুক্রবার দুপুর সোয়া ২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের এ কর্মসূচি শুরুর আধা ঘণ্টার মাথায় শুরু হয় বৃষ্টি।
অনেকে আশপাশে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও নেতাকর্মীদের একটি বড় অংশ কাকভেজা হয়েই সমাবেশে অংশ নিচ্ছেন।বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন অনেকে।