নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ উপলক্ষে সকাল থেকেই সরব অবস্থানে বিএনপির নেতাকর্মীরা। মিছিলে মিছিলে অবস্থান নিয়েছেন নয়াপল্টন ও চার আশেপাশের এলাকায়। আর মোড়গুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর কাকরাইল এলাকার শান্তি নগর থেকে নয়াপল্টন সব এলাকায় ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে নেতাদের দলে দলে আসতে দেখা যায়। সেখানে অবস্থান নিয়ে এক দফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন তারা।
দুপুর ২টার দিকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নয়াপল্টন ও আশেপাশের এলাকায় গতরাত থেকেই অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির এক নেতা সিরাজুল জানান, আমরা এই সরকারের পদত্যাগ চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। এর জন্য যা করার দরকার আমাদের নেতাদের কথায় আমরা তা করবো। আমাদের নেতারা সরকার পতনের চূড়ান্ত ঘোষণা দিবে সেটা আশা করি।