ভারতের তারা সিং ও পাকিস্তানের শাকিনার প্রেম কাহিনি উঠে এসেছিল ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর’ সিনেমায়। এর প্রায় ২২ বছর পরে মুক্তি পেতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার টিজার।
এই টিজার মুক্তি অনুষ্ঠানে সানি দেওল তারা সিংয়ের বেশেই হাজির হয়েছিলেন। অন্য দিকে শাকিনার সাজে ছিলেন অমিশাও।
অনুষ্ঠানে ভারত-পাক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সানি বলেন, দুই তরফেই ভালোবাসা অফুরান। দুই দেশের মধ্যে যে অবিরত রাজনৈতিক খেলা চলে, সেই কারণেই এই ঘৃণার উদ্রেক। এই সিনেমাতেও সেটাই দেখানো হয়েছে। দুই দেশের সাধারণ নাগরিকরাও কোনো রকমের লড়াই বা যুদ্ধ চান না।