অ্যাঙ্কেলে কিছুটা অস্বস্তি অনুভব করছেন মোহাম্মদ সিরাজ। সামনের ব্যস্ত সূচি মাথায় রেখে তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে এই পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বারবাডোসে দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু বৃহস্পতিবার। এদিনই সিরাজকে ওয়ানডে দল থেকে ছেড়ে দেওয়ার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। টেস্ট দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, কেএস ভারত ও নবদিপ সাইনির সঙ্গে এরই মধ্যে দেশে ফিরে গেছেন তিনি।