প্রায় ১০ মাস পর সম্প্রতি নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
একটিতে ড্র আর একটিতে টাইব্রেকারে সিরিজ হাতছাড়া করেছে লাল-সবুজের দল। মেয়েদের লক্ষ্য এবার এশিয়ান গেমস। সেখানে শক্ত প্রতিপক্ষ মিলেছে সাবিনা-সানজিদাদের। আসরে বাংলাদেশ রয়েছে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ পেয়েছে জাপান, ভিয়েতনাম ও নেপালকে। মেয়েদের ফুটবল ইভেন্টে অংশ নেবে ১৭ দল। পাঁচ গ্রুপের প্রথম তিনটিতে তিনটি করে দল রয়েছে। ‘ডি’ ও ‘ই’ গ্রুপে রয়েছে চারটি করে দল।