ফিলিপাইনের পর দক্ষিণ তাইওয়ানে বৃহস্পতিবার আঘাত হেনেছে টাইফুন ডকসুরি। এতে দ্বীপটিতে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি দেখা দেয়। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণ হারান অন্তত ছয়জন। শুক্রবার সকালে ঝড়টি চীনের দক্ষিণাঞ্চলে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাইওয়ানের আবহাওয়া ব্যুরো বলছে, ঝড়টি শক্তিশালী টাইফুন। বৃহস্পতিবার সকালে ঘণ্টায় সর্বোচ্চ ১৯১ কিলোমিটার (১১৮ মাইল) বাতাসের সঙ্গে দক্ষিণ তাইওয়ান প্রণালির দিকে এটি অগ্রসর হয়।
বুধবার উত্তর ফিলিপাইনের উপকূলরেখায় আঘাত হানার পর থেকে ডকসুরি দুর্বল হতে থাকে। এর প্রভাবে নিচু গ্রাম প্লাবিত হয়েছে, কয়েক ডজন ভূমিধসও ঘটেছে।