প্রথমটির কাজ হয়েছে মাত্র ৩০%, এরপরও ৫ প্রকল্প চট্টগ্রাম ওয়াসার

প্রথম আলো প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ০৮:০২

নগরবাসীকে দূষণ থেকে রক্ষায় পয়োনিষ্কাশন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। প্রথম প্রকল্পের নির্ধারিত মেয়াদ গত জুনে শেষ হলেও কাজ হয়েছে মাত্র ৩০ শতাংশ। প্রথম প্রকল্প শেষ না করেই একই ধরনের আরও পাঁচটি প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা।


এর মধ্যে প্রথম প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। বর্ধিত সময়েও সংস্থাটি বাকি কাজ সম্পন্ন করতে পারবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। সংস্থাটির প্রকৌশলীরাও বলছেন একই কথা। তাঁদের মতে, বর্তমানে কাজের যে গতি, তাতে কাজ শেষ করতে অন্তত তিন বছর সময় লাগবে।


নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারার জন্য করোনা মহামারিকে দায়ী করেছেন ওয়াসার প্রকৌশলীরা। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরিতেই গলদ ছিল। এখন কাজে দেরির কারণে প্রকল্পের ব্যয় বেড়ে যাচ্ছে। তবে কত টাকা বাড়ছে, তা চূড়ান্ত হয়নি। ৩ হাজার ৮০৮ কোটি টাকা ব্যয়ে সরকারি ও ওয়াসার নিজস্ব তহবিলে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ওয়াসা দিচ্ছে ৫০ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us