সাত দিন আগে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন ইয়ামিলা রদ্রিগেজ। আর্জেন্টিনা নারী দলের জার্সি পরা সেই ছবির একটি অংশে চোখ আটকে গিয়েছিল অনেকের। ইয়ামিলা আর্জেন্টিনা নারী জাতীয় দলের ফরোয়ার্ড। অথচ ইয়ামিলার বাঁ পায়ের হাঁটুতে কিনা ক্রিস্টিয়ানো রোনালদো মুখ। মানে রোনালদোর মুখচ্ছবির ট্যাটু!
আর্জেন্টাইনদের এটি চোখে লাগারই কথা। লিওনেল মেসি এখনো খেলছেন, তাঁকে বাদ দিয়ে আর্জেন্টিনার এক ফুটবলারের পায়ে কেন রোনালদোর ট্যাটু—এই প্রশ্ন তাই উঠছেই। সঙ্গে এখনকার পৃথিবীর রীতি অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও। রোনালদো–মেসির দ্বৈরথ ফুটবল ইতিহাসের অনন্য এক অধ্যায়। এই নিয়ে দুজনের ভক্তদের মধ্যে ঝগড়াঝাঁটিও নৈমিত্তিক ঘটনা। সেখানে একজন আর্জেন্টাইন ফুটবলারের পায়ে রোনালদোর ট্যাটু করানো নিয়ে আলোচনা তো হবেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণাসূচক বার্তা পাওয়াটাও অস্বাভাবিক নয়।