বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রোস্টেশনে বোমা হামলার জন্য ছয়জনকে দোষী সাব্যস্ত করেছেন সেখানকার আদালত। ২০১৬ সালে ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রোস্টেশনে চালানো ওই হামলায় ৩২ জন নিহত হন।
ওই হামলার দায় জঙ্গি দল আইএস নিয়েছে। হামলার ঘটনায় যাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদের একজন হলেন ফ্রান্সের নাগরিক সালেহ আবদেসসালাম। ২০১৫ সালে প্যারিসে হামলার ঘটনায় ১৩০ জন নিহত হন। ওই হামলায় তিনি জড়িত ছিলেন বলে কৌঁসুলিরা আদালতকে জানান।