দৃশ্যমান কক্সবাজারে সাগরের বুকে দীর্ঘ রানওয়ে

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১৬:২৭

এবছরের মধ্যেই সমুদ্রের বুক ছুঁয়ে বিমান ওঠানামা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে প্রকল্পের ৮০ ভাগ কাজ প্রায় শেষ।

চলতি বছরই শেষ হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে সমুদ্রের বুক ছুঁয়ে রানওয়ের নির্মাণ কাজ। আর এটি শেষ হলেই তা হবে দেশের দীর্ঘতম রানওয়ে। 


প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে সমুদ্রের বুকে প্রথম রানওয়ে দৃশ্যমান হয়েছে; উদ্বোধন হবে শীঘ্রই।


প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রকল্প গ্রহণ করেছে সরকার। দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় রানওয়ের কাজ শুরু হবে। একই সঙ্গে সমুদ্রপানে আরও বড় পরিসরে একটি টার্মিনাল নির্মাণ করা হবে। এর জন্য সকল পর্যায়ের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us