৭ রানে ১ উইকেট, ১১ রানে ৩ উইকেট, ১৮ রানে ১ উইকেট-আগের ৩ ম্যাচের সবকটিতে বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন তাসকিন আহমেদ। উইকেটও পেয়েছেন প্রত্যেক ম্যাচে। উইকেট মিলেছে গত রাতেও। তবে এবার একটু বেশি রান দিয়ে ফেলেছেন, ২২।
তাতে অবশ্য ক্ষতি হয়নি। তাসকিন খরুচে বোলিং করলেও তাঁর দল বুলাওয়ে ব্রেভস জিতেছে ৭ উইকেটে। জিম আফ্রো টি-১০ লিগে কাল হারারে হারিকনসের বিপক্ষে রান-বন্যার ম্যাচে বুলাওয়েকে জিতিয়েছেন সিকান্দার রাজা। ব্যাট হাতে মহাপ্রলয় বইয়ে দিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।
৫ চার ও ৬ ছক্কায় মাত্র ২১ বলে করেছেন ৭০ রান। ইনিংসটি খেলার পথে টুর্নামেন্টের দ্রুততম ফিফটির রেকর্ড (১৫ বলে) রেকর্ড গড়েছেন। আগের রেকর্ডটি ছিল টিম সাইফার্টের, ১৭ বলে।