দেশের নাগরিকদের তথ্য ফাঁসের পেছনে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব অ্যাপ্লিকেশনের প্রযুক্তিগত দুর্বলতাকেই প্রধান কারণ হিসেবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আজ সোমবার তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানিয়েছেন।
তথ্য ফাঁসের বিষয়টি গত ২৭ জুন প্রথম দেখতে পান দক্ষিণ আফ্রিকার কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস। তার বরাতে বিষয়টি সামনে নিয়ে আসে মার্কিন অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ।
এ ঘটনায় আইসিটি বিভাগের তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিমন্ত্রী পলক জানান, ওয়েব অ্যাপ্লিকেশনের দায়িত্বে সীমিত জনবল এবং তাদের প্রযুক্তিগত জ্ঞান কম থাকায় সঠিকভাবে সেগুলো নজরদারি করা যায়নি বলে তদন্তে উঠে এসেছে।
সংশ্লিষ্ট দপ্তরের অ্যাপ্লিকেশন সিস্টেমে কোনো লগ ফাইল সংরক্ষণ করা হয়নি বলেও তদন্তে জানা গেছে বলে উল্লেখ করেন তিনি।