সাক্ষী ‘প্রভাবিত করেননি’ ব্যাংকম্যান ফ্রিড, আর কথাও বলবেন না

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ১৭:০১

ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানি এফটিএক্স-এর সোনালি দিন এখন অতীত, নিকট ভবিষ্যতে তার ধারেকাছেও যাওয়ার সম্ভাবনা নেই। এখন তদন্ত আর বিচার চলছে, এর প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান ফ্রিড কতটা দায়ী কোম্পানিটির পতনের পেছনে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, মামলা চলাকালে প্রকাশ্যে কতটা মুখ খুলতে পারবেন এই উদ্যোক্তা - তা নিয়ে।


স্যাম ব্যাংকম্যান ফ্রিডের সঙ্গে নিউ ইয়র্ক টাইমসের এক সংবাদকর্মীর আলোচনা মামলার সাক্ষীকে ‘প্রভাবিত করেছে’, বাদীপক্ষের এমন অভিযোগ উঠেছে আদালতে। স্বাভাবিকভাবেই এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফ্রিডের আইনজীবিরা।


তবে, এই অভিযোগ সংশ্লিষ্ট ‘গ্যাগ অর্ডার’ মেনে নিতে রাজী হয়েছেন ফ্রিডের পক্ষ। ফ্রিডের বিরুদ্ধে আনা আর্থিক জালিয়াতি মামলার বিচারককে দেওয়া এক চিঠিতে বিষয়টি উল্লেখ করেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us