করোনা মহামারিতে প্রায় ধসে পড়া জোবাইক আবারও ফিরছে নতুন উদ্যমে। এবার আরো উন্নত ব্যবস্থাপনা ও ভালো পরিষেবা নিয়ে আসছে ভাড়ায় সাইকেল পরিষেবা দেওয়া জোবাইক।
বিনিয়োগ সংকটে থাকা প্রতিষ্ঠানটি নতুন করে ২০০ বাইসাইকেল আমদানি করে কার্যক্রম চালুর লক্ষ্যে কাজ করছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ মাসের মধ্যে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামবে জোবাইক।
গন্তব্য হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)- এ তিন ক্যাম্পাসের মধ্যে যেকোন দুটি। ক্যাম্পাসগুলোতে অ্যাম্বাসেডর (প্রতিনিধি) মনোনীত করা হচ্ছে। তাদের মাধ্যমে তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করবে প্রতিষ্ঠানটি।