রাজধানীর মিরপুর এলাকায় রাজনৈতিক সহিংসতার কোনো ঘটনা ঘটলে প্রায় প্রতিবারই আবদুল জব্বার হাওলাদার মামলায় অভিযুক্ত হয়েছেন।
তবে পরিবারের দাবি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার দুই বছর পর গত ১৮ জুলাই মিরপুর সরকারি বাঙলা কলেজে ভাঙচুরের ঘটনায় বিএনপির ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলাতেও তাকে দ্বিতীয় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
জব্বারের পরিবার জানায়, মিরপুরে একসময় বিএনপিপন্থী একটি সংগঠনের সাধারণ সম্পাদক জব্বার ২০২১ সালের ১১ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
দ্য ডেইলি স্টার তার ডেথ সার্টিফিকেট দেখেছে।
একই মামলায় বাংলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম সুমনকে আসামি করা হয়েছে। তিনিও প্রায় নয় মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।