লিভারপুলে সম্ভাব্য সব শিরোপা জিতে সাদিও মানে নাম লিখিয়েছেন বায়ার্ন মিউনিখে। বায়ার্নে এসেও এক বছরে জিতেছেন দুটি ট্রফি। তবে চোটজর্জর মৌসুমে বাভারিয়ানদের প্রত্যাশা পূরণে একেবারেই ব্যর্থ হয়েছেন। অনেকে তাঁকে রবার্ট লেভানডফস্কির ‘যোগ্য বদলি’ মনে করলেও সেই ভাবনাকে এখন ভুলই বলতে হচ্ছে।
দলকে পথ দেখানো দূরে থাক, উল্টো সতীর্থ লিরয় সানের মুখে ঘুষি মেরে হয়েছেন বিতর্কিত। এখন নাকি মানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন, এমন খবর কয়েক দিন ধরেই জার্মান সংবাদমাধ্যমগুলোয় উঠে আসছে। জার্মান সাময়িকী কিকারসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, ২ কোটি ইউরো পেলেই সেনেগালিজ তারকাকে ছেড়ে দেবে বায়ার্ন।
এমন খবরে নড়চড়ে বসে সৌদি আরবের ক্লাব আল নাসর। ১৩ জুলাই মানের এজেন্ট বাকারি সিসে নাকি আল নাসর কর্তৃপক্ষের সঙ্গে দেখাও করেছেন। সব মিলিয়ে আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মানের জুটি হওয়ার দারুণ এক সম্ভাবনা তৈরি হয়েছে বলে জোর গুঞ্জন।