মাতাল হয়ে গাড়ি চলানোর সময় দুর্ঘটনায় পড়েছিলেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান। বিষয়টি প্রমাণ হলে মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন ৩৯ বছর বয়সী অ্যালান। এই পদত্যাগের মধ্য দিয়ে কিরি অ্যালান হলেন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের মন্ত্রিসভার চতুর্থ মন্ত্রী যিনি অক্টোবরে নির্বাচনের আগে দায়িত্ব ছাড়লেন। গত চার মাসে নিউজিল্যান্ডে চার মন্ত্রী পদত্যাগ করেছেন।
স্থানীয় সময় রোববার রাতে ওয়েলিংটনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গ্রেফতারের পর মন্ত্রীকে মুক্তি দেওয়ার আগে চার ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং পুলিশের কাজে বাধা দেওয়ায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তী তারিখে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।