রাতভর বৃষ্টির পর সকালে আবহাওয়া একইরকম থাকায় পঞ্চম দিনে মাঠে গড়ায়নি কোনো বল। অজিদের সঙ্গে দুর্দান্ত লড়াই করেও শেষপর্যন্ত বৃষ্টির সঙ্গে আর পেরে ওঠেনি ইংল্যান্ড। দুদিনের খেলা ভেস্তে যাওয়ার পর ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে বেন স্টোকসের দলের। চতুর্থ টেস্টে পুরোপুরি চালকের আসনে থেকে বৃষ্টিতে জয় হাতছাড়া হলেও ইংল্যান্ডের এই দলটিকে অনেকদিন মানুষ মনে রাখবে, বিশ্বাস স্টোকসের।
ওল্ড ট্রাফোর্ড টেস্টের পঞ্চম ও শেষদিনের খেলা পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। চতুর্থ টেস্টে ড্রয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১এ এগিয়ে অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে হেরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল স্বাগতিক দল। তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয়ের পর চতুর্থটির প্রথম ইনিংসে দারুণ বোলিং, দুর্দান্ত ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল স্টোকস বাহিনী।