You have reached your daily news limit

Please log in to continue


ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করার সময় নেই? মিনিট দুয়েক খরচ করলেই জব্দ হবে রোগবালাই

শরীর আর মন চাঙ্গা রাখতে যোগাসনের কোনও জুড়ি নেই। যাঁরা জিমে গিয়ে ভারী ওজন নিয়ে কসরত করতে পছন্দ করেন না, তাঁরাও ওজন ঝরানোর জন্য যোগাসনের উপরেই ভরসা রাখেন। অন্যান্য যোগাসনের পাশাপাশি কপালভাতি প্রাণায়ামও নিয়মিত অভ্যাস করলে অনেক রকম শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য মিনিট খানেক সময় খরচ করলেই হবে। খুব বেশি সময় না দিলেও হয়। কপালভাতি প্রাণায়ম হল শ্বাসের এক ধরনের যোগাআসন। সঠিক পদ্ধতি অনুসরণ করে করলে এই যোগাসনের ফলে শরীর ও মন সচল হয়। জেনে নিন আর কী কী গুণ আছে এই আসনের।

শরীরের উপরে প্রভাব

১) এই আসন পেটের মেদ ঝরাতে কাজে আসে।

২) যাঁরা হজমের সমস্যায় ভুগছেন, তাঁরাও এই আসনটি করলে উপকার পাবেন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও এই আসন দারুণ উপকারী।

৩) ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতেও এই আসন কার্যকরী।

৪) অনিদ্রার সমস্যায় ভুগলে, নিয়মিত এই আসনটি করে দেখতে পারেন।

৫) ফুসফুস চাঙ্গা রাখতেও এই আসন নিয়মিত করতে পারেন। শ্বাসজনিত কোনও সমস্যা থাকলেও উপকার পাবেন।

৬) ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে, চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতেও এই আসন উপকারী।

মনের উপরে প্রভাব

১) স্নায়ুতন্ত্রের উপরে এই আসন প্রভাব ফেলে। রক্তচলাচলও স্বাভাবিক করে। তার ফলে মস্তিষ্ক সচল হয়।

২) সারা দিন কাজের পরে ক্লান্তি দূর করতেও সাহায্য করে এই আসন।

৩) নিয়মিত কপালভাতি করলে মনোসংযোগ বাড়ে, স্মৃতিশক্তিও উন্নত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন