প্রতিদিন প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময় করতে হয় অনেকের। হোয়াটসঅ্যাপের প্রতিটি বার্তাই ‘এন্ড টু এন্ড এনক্রিপটেড’ থাকে। ফলে সুরক্ষিত বার্তাগুলো প্রেরক ও প্রাপক ছাড়া কেউ পড়ার সুযোগ পান না। কিন্তু হ্যাকারদের তৎপরতার কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বার্তা ব্যবহারকারীর অগোচরেই অন্য কেউ দেখে ফেলার আশঙ্কা রয়েছে। সাইবার অপরাধীরা নানাভাবে ব্যবহারকারীকে প্রতারিত করে ফোনের দখল নিয়ে হোয়াটসঅ্যাপ বার্তা দেখতে পারে। তবে কিছু বিষয় যাচাই করে হোয়াটসঅ্যাপের সুরক্ষা সম্পর্কে নিশ্চিত হওয়া যেতে পারে।
হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার করে খুব সহজেই বার্তা বিনিময় করা যায়। তবে সাইবার অপরাধীরা এ সুবিধার সুযোগ নিতে পারে। তাই হোয়াটসঅ্যাপ ওয়েবে সংযুক্ত যন্ত্রগুলো দেখে নিতে হবে। অপরিচিত যন্ত্র দেখলে তৎক্ষণাৎ বেরিয়ে আসতে হবে (লগআউট) করতে হবে। এটি দেখতে স্মার্টফোনের সেটিংস থেকে লিংকড ডিভাইসে যেতে হবে। সেখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকউন্ট কোন কোন যন্ত্রে যুক্ত, তা দেখা যাবে।