রাঙামাটি শহরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে মজুদ রাখায় এক দোকানিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার জানান, শহরের পৌরসভা এলাকার ইফাত স্টোরের মালিক মো. কামাল উদ্দিন টিসিবির পণ্য মজুদ করে বিক্রি করে আসছিলেন। অভিযানে ইফাত স্টোর থেকে ২৮ কেজি মশুর ডাল, ২৯ লিটার সয়াবিন তেল, ১০ কেজি চাল এবং বিভিন্ন নামে ২০টি অবৈধ টিসিবির কার্ড পাওয়া যায়।
এ সময় টিসিবি পণ্য অবৈধ মজুদের অপরাধে ইফাত স্টোরের মালিক মো. কামাল উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।