জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারের কারণে বছরে প্রায় ১২ হাজার নারী মৃত্যুবরণ করেন। এর মধ্যে জরায়ু-মুখ ক্যান্সারে ৭ হাজার ও স্তন ক্যান্সারে মারা যান পাঁচ হাজার। আর এই দুই রোগে বছরে আক্রান্ত হন প্রায় ২১ হাজার। খবর বাসস।
আজ রবিবার (২৩ জুলাই) গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সভা কক্ষে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, এর মধ্যে ১৩ হাজার নারী আক্রান্ত হন জরায়ু ক্যান্সারে ও আট হাজার স্তন ক্যান্সারে। তাই স্তন ক্যান্সার ও জরায়ু মুখ ক্যান্সার নিয়ে কোনো লজ্জা নয়। এ বিষয়ে বড় ধরনের জনসচেতনতা তৈরি করতে হবে। এই দুই ক্যান্সার সম্পর্কে আগেভাগে জানতে ভায়া ও সিবিইসহ যত ধরনের পরীক্ষা নিরীক্ষা রয়েছে তা মানুষকে জানাতে হবে।
তিনি আরো বলেন, কোনো মা-বোনের স্তনে চাকার মতো সমস্যা দেখা দিলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।