ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে যায় ইতালির পম্পেই নগরী। খ্রিষ্টপূর্ব ৭৯ সালে ইতিহাস কাঁপানো সেই দুর্যোগে ১৫ হাজারের বেশি মানুষের হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই সময় রোমের সম্রাট ছিলেন টাইটাস। অগ্ন্যুৎপাতে ধ্বংস হওয়ার ঠিক আগমুহূর্তে কেমন ছিল সেই পম্পেই নগরীরর জীবনযাত্রা, তা অনেক বছর ধরে মানুষের আগ্রহের বিষয়। নতুন করে পম্পেইকে জানতে কয়েক বছর ধরে খননকাজ পরিচালনা করা হচ্ছে। এমনই খননের সংবাদ জানিয়েছে পম্পেই আর্কিওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ। এবারে একটি রান্নাঘর, বেকারি, মানুষের কঙ্কাল, ম্যুরাল, পেইন্টিং, পিৎজার আদিরূপ হারিয়ে যাওয়ার রোমান দুনিয়ার নানান অনুষঙ্গের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা।