কাজ থেকে ফিরে প্রতি দিন একটার পর একটা নানা রকম প্রসাধনী মাখার ধৈর্য অনেকেরই থাকে না। বাড়ি ফিরে রাতে খাবার ব্যবস্থা, বাচ্চার আবদার রাখতে গিয়ে অনেক সময়েই নিজের দিকে তাকানোর সময় হয় না। কোনও মতে ফেসওয়াশ মুখে বুলিয়ে তার উপর ক্রিম মেখে নেন। অথচ ত্বকের নানা ধরনের সমস্যা মেটাতে যে শুধু ফেসওয়াশ যথেষ্ট নয়, তা জানেন? ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে ধুলো-ময়লা পরিষ্কার হয় ঠিকই। কিন্তু তা ত্বকের গভীরে গিয়ে ত্বক থেকে ধুলো-ময়লা টেনে বার করে আনতে পারে না। সপ্তাহান্তে একটা দিন সালোঁয় গিয়ে ‘ক্লিন আপ’ করাই যায়। কিন্তু ছুটির দিন বেরোতে ইচ্ছে করে না। তবে বাড়িতেই কিন্তু একটু সময় ব্যয় করলে ত্বকের যত্ন নেওয়া যায়।