বাংলাদেশে শিশু-কিশোর-তরুণদের জীবনের কি কোনো মূল্য নেই? থাকলে অগ্রাধিকার ভিত্তিতে কেন জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয় না? দেশজুড়ে প্রকল্প-মেগা প্রকল্পের মহাযজ্ঞের মধ্যেও কী করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদের পলেস্তারা খসে পড়ে? কিংবা বিম থেকে বেরিয়ে থাকে রড?
প্রথম আলোর প্রতিবেদন ফরিদপুরের চরভদ্রাসনে এমন একটি জরাজীর্ণ সরকারি কলেজের খবর দিচ্ছে। এ কলেজের ছাত্র সাগর মণ্ডলের বাবা শওকত মণ্ডল বলেছেন, ‘ছেলেটা যখন কলেজে যায় চিন্তায় থাকি। কখন না জানি কী বিপদ ঘটে যায়।’ অভিভাবকদের এই আশঙ্কা কি অমূলক?