রাজনৈতিক কর্মসূচি ঘিরে সহিংসতা হলে নেতা-কর্মীদের নামে গণহারে মামলা দিয়ে হয়রানির ‘ঐতিহ্য’ অনেক পুরোনো। বিরোধী দলে যাঁরা থাকেন, তাঁরা প্রধানভাবে এর ভুক্তভোগী। কাজেই তাঁরা এ নিয়ে সোচ্চার থাকেন। কিন্তু ক্ষমতায় গিয়ে তাঁরাই আবার এটিকে বিরোধীদের শায়েস্তার অস্ত্র করে তুলতে কোনো রকম কার্পণ্য করেন না।
রাজনৈতিক মামলার মাধ্যমে বিরোধীদের চাপে ফেলার এই কৌশল সাম্প্রতিক বছরগুলোতে নতুন মাত্রা পেয়েছে। ঘটনা ঘটেইনি, অথচ মামলা দেওয়া হয়। এ ধরনের মামলা তাই ‘গায়েবি মামলা’ হিসেবে পরিচিতি পেয়েছে।