যে চুমুকাণ্ডের কারণে যুক্তরাজ্যের ব্যান্ডকে মালয়েশিয়ায় নিষিদ্ধ

প্রথম আলো প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ২২:৩২

কনসার্টের মধ্যে ব্যান্ডের পুরুষ সদস্যকে চুম্বন ও এলজিবিটি–বিরোধী আইনের সমালোচনার ঘটনায় যুক্তরাজ্যের ‘দ্য ১৯৭৫’ ব্যান্ডকে নিষিদ্ধ করেছে মালয়েশিয়া সরকার। খবর রয়টার্স ও দ্য স্টারের

গত শুক্রবার রাতে কুয়ালালামপুরের গুড ভাইব ফেস্টিভ্যালের মঞ্চে পরিবেশনার মধ্যে বেজিস্ট রস ম্যাকডোনাল্ডকে চুম্বন করেন গায়ক ম্যাট হেলি, পাশাপাশি মালয়েশিয়ায় প্রচলিত এলজিবিটি আইনের সমালোচনাও করেন তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে আজ শনিবার ব্যান্ডটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার।


তিন দিনের কনসার্টটি আগামীকাল রোববার শেষ হওয়ার কথা ছিল। তার আগেই আজ কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় প্রচলিত এলজিবিটি–বিরোধী আইনে জনপরিসরে সমলিঙ্গের কাউকে চুম্বন করা অপরাধের শামিল। আইন লঙ্ঘন করায় আজ ব্যান্ডটিকে কালো তালিকাভুক্ত করেছে মালয়েশিয়া। ভবিষ্যতে দেশটিতে কোনো ধরনের পরিবেশনায় অংশ নিতে পারবে না ‘দ্য ১৯৭৫’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us