নতুন আইফোন: হয় দেরিতে নয়তো অল্প কিছু ফোন আসবে বাজারে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ২৩:১৮

অ্যাপলের আসন্ন ‘আইফোন ১৫ প্রো’ ডিভাইসের বাজারে আসা পেছাতে পারে, অথবা বাজারে প্রথমে স্বল্প সংখ্যক ফোন আসতে পারে – এমন খবর চাউর হয়েছে।


বিভিন্ন ফাঁস হওয়া তথ্য একসঙ্গে মেলালে যে চিত্রটি ভেসে ওঠে তা হচ্ছে, অক্টোবরের আগে এই ফোন বাজারে আসার তেমন সম্ভাবনা নেই।


যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাইট ‘দ্য ইনফর্মেশন’-এর প্রতিবেদন অনুযায়ী, এই সম্ভাব্য ঘাটতির পেছনে কিছুটা হলেও হাত থাকতে পারে ফোনের প্রিমিয়াম, প্রো ও প্রো ম্যাক্স মডেলের নতুন স্ক্রিন উৎপাদন থেকে তৈরি সমস্যা।


ফোনের যে অংশটি ডিসপ্লের বর্ডার হিসাবে কাজ করে সেটিকে বলা হয় বেজেল। এই বেজেলের আকার কমিয়ে আনতে কাজ করছে অ্যাপল। আর এটি করতে গিয়ে ফোনের উৎপাদন প্রক্রিয়া হয়ে উঠেছে ‘আগের চেয়ে জটিল ও কষ্টসাধ্য’।


ফলে, সূত্র বলছে, ফোনটি সময়মতো বাজারে এলেও এর চাহিদা পূরণে ঘাটতি দেখা দিতে পারে।
সূত্র অনুসারে, যেখানে ডিসপ্লের সঙ্গে বেজেল মেলে, সেখানেই সমস্যার সূত্রপাত। কোনো কোনো ফোনে এই বেজেল ডিসপ্লের জোড়া ঠিকঠাক লাগছে না। ফলে, অ্যাপল এই সমস্যা সমাধানের লক্ষ্যে বিশেষ এই অংশের নির্মাণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us