যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান পদে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মনোনয়ন চূড়ান্ত হলে লিসায় হবেন মার্কিন ইতিহাসে প্রথম নারী নৌপ্রধান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের দায়িত্ব পালনকারী প্রথম নারী হবেন তিনি। মার্কিন সিনেটে এ নিয়োগের অনুমোদনের অপেক্ষা এখন।
শুক্রবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে আমাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জনকারী দ্বিতীয় নারী তিনি।’
বাইডেন বলেন, ‘লিসার নিয়োগ চূড়ান্ত হলে তিনি নতুন ইতিহাস গড়বেন। কারণ তিনি মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম নারী জয়েন্ট চিফস অব স্টাফ হবেন।’