অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর বিওএ

সমকাল প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১২:৩১

এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তাদের বেড়ে গেছে ব্যস্ততা। গত সপ্তাহে ফেডারেশনগুলো তাদের খেলোয়াড় এবং ‍অফিসিয়ালদের নাম জমা দিয়েছে বিওএতে। ইতোমধ্যে অ্যাথলেট এবং অফিসিয়ালদের তালিকাও চূড়ান্ত হয়েছে। সেপ্টেম্বরে চীনের হ্যাংঝুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে ১৭টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ।


২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৪টি ডিসিপ্লিনে ১১৭ জন অ্যাথলেট অংশ নিয়েছিল। এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৮২। গত আসরে শুধু ছেলেদের ফুটবল ছিল, এবার মেয়েদের ফুটবলেও আছে বাংলাদেশ। এর বাইরে প্রশিক্ষক ও টিম ম্যানেজারের সংখ্যা হলো ৫০। খেলোয়াড় এবং কর্মকর্তা মিলে হ্যাংঝুতে যাচ্ছেন ২৩২ জন। যদিও এই তালিকায় কাটছাঁটের সম্ভাবনা আছে বলে জানিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি সূত্র। চীনের হ্যাংঝুতে ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হবে এশিয়ান গেমসের ১৯তম আসর।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us