মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ব্যাংক অব জাপান (বিওজে)। টানা ১৫তম মাস হিসেবে গত জুনেও মূল্যস্ফীতির হার ২ শতাংশের নিচে নামাতে পারেনি দেশটি। জ্বালানি ব্যয় কিছুটা কমলেও নিত্যপণ্যের মূল্য লাগাম ছাড়া হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। খবর রয়টার্স।
সরকারের দুর্বল তদারকি সত্ত্বেও পরিষেবা খাতে মূল্যবৃদ্ধির হার কিছুটা ধীরগতিতে। তাই নীতিনির্ধারকরা মনে করেন, শ্রমমজুরিতে চাপ এখনো ততটা বাড়েনি। বিশ্লেষকরা বলছেন, তথ্যটি চলতি সপ্তাহে ব্যাংক অব জাপানের বার্ষিক মূল্যস্ফীতির পূর্বাভাসকে বাড়ানোর ইঙ্গিত দেয়। ফলে অল্প সময়ের ব্যবধানে আর্থিক উদ্দীপনামূলক পদক্ষেপ নিতে কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ সৃষ্টি হতে পারে।