নাগরিকের তথ্য ফাঁস: দক্ষ জনবলের অভাব ও কারিগরি ত্রুটিকে দায়

আজকের পত্রিকা প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১১:০৫

শতকোটি টাকার বেশি খরচ এবং শতাধিক মামলা করেও গুজব ঠেকানো যাচ্ছে না। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, তদারকি, নিবন্ধন ও জবাবদিহির আওতায় আনতে চায় সরকার। এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সূত্র এ তথ্য জানিয়েছে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলেছে, গত চার বছরে বিভিন্ন সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ধর্মীয়, সরকারপ্রধান, মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাহিনীর সদস্য, মৃত্যুসহ বিভিন্ন বিষয়ে গুজব ছড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব গুজবের কোনোটি দেশের ভেতর থেকে, আবার কোনোটি দেশের বাইরে থেকে ছড়ানো হয়। মূলত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এমন গুজব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us