অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন

দৈনিক আমাদের সময় ড. শেখ মেহেদী হাসান প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১০:৪৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের জন্য রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি তাদের অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করতে চেয়েছিলেন। এ কারণেই তার নান্দনিক নেতৃত্বে বাংলাদেশ দ্রুত অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে হাঁটছিল এবং স্বাধীনতার চার বছরের কম সময়ের মধ্যে দেশটির মাথাপিছু আয় প্রায় তিনগুণ বেড়ে ২৭৩ মার্কিন ডলার হয়। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের ‘রোলমডেল’ হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পথে বাংলাদেশে যে ইতিবাচক রূপান্তর হয়েছে, তা বিশ্বের অন্যান্য দেশের নীতিনির্ধারকদের চোখ খুলে দিয়েছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমাজের সব স্তরে পৌঁছে দেওয়া।


মাতৃসম প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, কর্মসংস্থান, প্রযুক্তি, আর্থিক সেবা সবার জন্য সহজলভ্য করেছেন। সামাজিক সূচকগুলোতে বাংলাদেশের পাঁচ দশকের সাফল্য এখন সহজেই বোঝা যায়। দারিদ্র্য ও অতিদারিদ্র্য দ্রুত কমিয়ে আনা সম্ভব হয়েছে। সামষ্টিক অর্থনৈতিক বিকাশ আরও গতিময়। এই গতিময়তার মূল কারণ বর্তমান সরকারের পরিকল্পিত উন্নয়ন পদক্ষেপ ও বাস্তবায়ন। অর্থনৈতিক মুক্তি অর্জনে জনগণের জন্য শান্তিপূর্ণ টেকসই পরিবেশ তৈরির মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us