অপরিশোধিত চিনি পরিশোধন কারখানায় প্রক্রিয়াজাত করে খাওয়ার উপযোগী চিনি তৈরি করে কোম্পানিগুলো।
কিন্তু এই অপরিশোধিত চিনি যে দরে আমদানি হয়, তার চেয়ে ‘অস্বাভাবিক কম’ দামে পরিশোধিত বা খাওয়ার উপযোগী চিনি আমদানি দেখাচ্ছেন এর আমদানিকারকেরা। কাস্টমসও অনেক চালানে পরিশোধিত চিনির শুল্কায়ন করছে অপরিশোধিত চিনির চেয়ে কম মূল্যে! কম দরে প্রস্তুত চিনি আমদানি দেখিয়ে শুল্কায়নের কারণে বিপাকে পড়ছে পরিশোধন কারখানাগুলো।