সম্প্রতি সাড়ে ৬ লাখ তরুণদের বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার টানা দুই হাজারতম দিনের ইতিহাস গড়েছে বাংলাদেশের ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন (এনবিএমইজিএফ)। ইকবাল বাহার জাহিদ বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাড়ে ৫ বছর আগে প্রতিষ্ঠা করেন এই প্ল্যাটফর্মটি।
উদ্যোক্তা হতে তরুণদের জন্য এই বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ বিশেষ প্রাপ্তি উদযাপিত হয় সারা দেশের ৬৪ জেলাসহ বিশ্বের মোট ৩২টি দেশে। ইকবাল বাহার বলেন, ‘চাকরি করব না চাকরি দেব’-এই ব্রত সামনে রেখে গত টানা ২০০০ দিন ধরে ১ দিনের জন্যও আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা বন্ধ ছিল না, শুক্রবার, শনিবার, সরকারি ছুটি এমনকি ঈদের দিনও আমরা সেশন করেছি গত ২২টি ব্যাচে।