বিজ্ঞানীরা এমন এক সৌর প্যানেল উদ্ভাবন করেছেন, যা মহাকাশে ক্ষতিগ্রস্ত হলে নিজেই নিজেকে সারিয়ে নিতে পারবে।
ব্রিটিশ সংবাদপত্র ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, এই যুগান্তকারী প্রযুক্তিতে ব্যবহৃত হয়েছে ‘মিরাকল ম্যাটেরিয়াল’ নামে পরিচিত ‘পেরোভস্কাইট’। এর আগে সিলিকনভিত্তিক সৌর কোষের কার্যকারিতা বৃদ্ধির বেলাতেও এর ব্যবহার দেখা গেছে।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির একদল বিজ্ঞানী দেখতে পেয়েছেন, পৃথিবীর নিচু কক্ষপথে থাকা সেসব সৌর প্যানেল বিকিরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সৌর শক্তি ব্যবহার করে সেগুলোকে শতভাগ কার্যকারিতা ফিরে পেতে সহায়তা করতে পারে এই উপাদান।
১৯৫০ এর দশক থেকেই স্যাটেলাইটে বৈদ্যুতিক চাহিদা পূরণের জন্য সৌর প্যানেল ব্যবহৃত হয়ে আসছে। তবে প্রতি বছর বিভিন্ন ধরনের বিকিরণের ফলে ১০ শতাংশ পর্যন্ত কার্যকারিতা হারায় সেগুলো।