প্রতিবেশী ভারত থেকে স্থলপথে আমদানি কমে গেছে। গত এক বছরে দেশটি থেকে স্থলপথে প্রায় ২৬ লাখ টন কম মাল আমদানি হয়েছে।
দেশে ডলারের–সংকটই মূলত আমদানি কমার মূল কারণ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত ধরে রাখতে সরকার আমদানির লাগাম টানাতেও প্রভাব পড়েছে। দুইয়ে মিলে ভারত থেকে স্থলপথে আমদানি কমেছে। তবে রপ্তানির পরিমাণ আগের চেয়ে কিছুটা বেড়েছে।