আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের প্রতিবাদে গতকাল বুধবার রাজধানী কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা। এ সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ও হোসপাইপ দিয়ে পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। খবর আলজাজিরার।
অনেক পরিবারের একমাত্র আয়ের পথ বিউটি পার্লার। কিন্তু গত মাসে দেশজুড়ে থাকা হাজারও পার্লার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় ক্ষমতাসীন তালেবান। এই পার্লার ছিল নারীদের জন্য বাড়ির বাইরে সামাজিক যোগাযোগের খুব কম সুযোগের একটি। গতকাল কাবুলের বুচার স্ট্রিটে বিক্ষোভে একজনের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমার রুটি, পানি বন্ধ করবেন না।’